
বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট বাজার মূল্যে তিন ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ইতিহাস গড়ল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর চার শতাংশের বেশি বৃদ্ধি পেলে এই মাইলফলকে পৌঁছে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
এখন পর্যন্ত শুধু এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল এই কৃতিত্ব অর্জন করেছিল। এবার তাদের কাতারে যোগ দিল অ্যালফাবেট।
শেয়ারদরে এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অ্যান্টিট্রাস্ট মামলায় কোম্পানিটির অনুকূলে আসা রায়। মামলায় গুগলের বিরুদ্ধে সার্চ ও বিজ্ঞাপন খাতে একচেটিয়া ক্ষমতা ব্যবহারের অভিযোগ থাকলেও আদালত বিচার বিভাগের প্রস্তাবিত কঠোর শাস্তি আরোপ করেনি। বিচারক অমিত মেহতার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের শঙ্কা কমিয়ে দেয়, ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
এ অর্জনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালফাবেটকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি কোম্পানির জন্য খুব ভালো একটি দিন।”
অ্যালফাবেটের তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছানো হলো গুগলের শেয়ার বাজারে আসার দুই দশক পর এবং হোল্ডিং কোম্পানি হিসেবে অ্যালফাবেট গঠনের এক দশক পূর্তিতে।
বর্তমান সিইও সুন্দার পিচাই ২০১৯ সালে ল্যারি পেইজের জায়গায় দায়িত্ব নেন। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থানের ফলে তৈরি হওয়া নতুন প্রতিযোগিতাই এখন তার নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গুগল সম্প্রতি জেমিনাই নামের এআই মডেল সংকলনকে সামনে নিয়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।