স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের ৩১তম ও নিজেদের সপ্তম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এদিন আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে দুটি পরিবর্তন।
সাব্বির রহমানের জায়গায় ঢুকতে পারেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এবারের বিশ্বমঞ্চে দারুণ খেলছিলেন সাইফ-সৈকত। তবে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তারা। এখন ফিট দুজনই। সেক্ষেত্রে একাদশে ফিরতে কোনো বাধা নেই। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।