স্পোর্টস ডেস্ক : বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। আজ শেরে বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল।
তবে শুরুটা সুখকর হয়নি তাদের জন্য। ইনিংসের শুরুতেই বলতে করতে আসেন রাসেল। তিনি তিন বল করতে পারেননি, এরপর মাঠের বাইরে চলে যান ক্যারিবীয় তারকা।
রাজশাহীর হয়ে বোলিং শুরু করেন আন্দ্রে রাসেল। প্রথম বলটা ভালোই করেন তিনি। তবে পরের বলে ওয়াইড দেন। পরবর্তী দুই বলে তাকে চার ও ছয় মারেন রংপুর ওপেনার নাইম শেখ। এরপর আর বল করেননি উইন্ডিজ অলরাউন্ডার। অস্বস্তি বোধ করায় চলে যান মাঠের বাইরে।
অবশ্য হঠাৎ তার এভাবে চলে যাওয়ার কারণ জানা যায়নি। রাসেলের জায়গায় বল করে ওভার সম্পন্ন করেন শোয়েব মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।