আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন ভাই-বোনের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। তাতে ৯ বছর বয়সী এক ভাইকে দুই স্কুল বোন ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা যায়। এ ছবিকে ভাইবোনের মধ্যে গভীর সম্পর্কের প্রকাশ বলে মনে করছেন নেটিজেনরা। তাদের পরিচয় তুলে ধরে পাঠকদের কাছে সৌদি সংবাদ মাধ্যম সৌদি গেজেট।
জানা যায়, সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইতের ইবনে নাফিস স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিন ভাই-বোন। এসময় মিশাল শাহরানিকে তার দুই বোন সারাহ ও নুরার ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি আসতে দেখা যায়। এমন প্রীতি মুহূর্ত দেখে অভিভূত হন তাদের বাবা। তাই স্মরণীয় রাখতে ছবি ধারণ করে পারিবারিক গ্রুপে পোস্ট করেন তিনি। এরপর মুহূর্তেই ভাইরাল তাদের সেই ছবি। লাইক, কমেন্ট ও শেয়ায়েরর মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে।
ছবির প্রসঙ্গে মিশাল বলেন, ‘আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল। ’ তাদের এ ছবি ভাইরাল হওয়ার পরই তার বাবা এ ছবি তুলেছে জানতে পারে সে।
আসির অঞ্চলের শিক্ষা বিষয়ক পরিচালক ড. আহমেদ আল উমারি ওই শিশুর সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, ‘অল্প বয়স হলেও শিশুদের দায়িত্বের সঙ্গে গড়ে তুললে তার আচার-ব্যবহারে তা প্রকাশ পায়। সুন্দর আচার-ব্যবহার গড়ে তুলতে নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সমানভাবে ভূমিকা পালন করে। ’
সূত্র : সৌদি গেজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।