জুমবাংলা ডেস্ক : ডলারের বিনিময় হার তিন মাসের সর্বনিম্নে নেমে এসেছে। নতুন বাড়ি বিক্রি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন মুদ্রাটির বিনিময় হার কমেছে। এক্ষেত্রে পরের বছরের প্রথমার্ধ থেকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো শুরু করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
তথ্যমতে, অক্টোবরে যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রি ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ইউনিট, যা রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদদের প্রাক্কলন করা ৭ লাখ ২৩ হাজার থেকে কম। একই সঙ্গে ট্রেজারি ইল্ডও হ্রাস পেয়েছে।
ডলারের সূচকে প্রধান মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের বিনিময় হার সর্বশেষ ছিল ১০৩ দশমিক ১১, যা ৩১ আগস্টের পর সর্বনিম্ন। নভেম্বরে ডলারের অবমূল্যায়ন হয়েছে ৩ শতাংশের বেশি। এটা এক বছরের মধ্যে মুদ্রাটির সবচেয়ে দুর্বল পারফরম্যান্স।
অর্থনীতিবিদদের প্রত্যাশা, ফেড এবার সুদের হারের লাগাম টেনে ধরবে এবং গ্রিনব্যাকের নিম্নমুখী চাপও সামলে নেবে।
সিএমই গ্রুপের তৈরি ফেডওয়াচ টুল অনুসারে, আগামী বছরের মার্চের প্রথম দিকে সুদহার কমানো শুরু করতে পারে ফেড। কমানোর এ হার মে মাসের মধ্যে প্রায় ৪৫ শতাংশ হতে পারে।
ক্যাপিটালডটকমের সিনিয়র ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রোড্ডা বলেন, ‘মন্থর প্রবৃদ্ধি, উচ্চ সুদহার ও পরবর্তী বছরে সুদহার কমানোর সম্ভাবনা গতিশীল মার্কিন ডলারকে দুর্বল করে দিয়েছে। একই সঙ্গে পুরো মুদ্রাবাজারকে প্রভাবিত করছে।’
ব্যবসায়ীরা এখন যুক্তরাষ্ট্রের পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচার (পিসিই) মূল্য সূচকের দিকে তাকিয়ে আছেন। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি যে মন্থর হচ্ছে, তা আরো নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে ফেড।
চীনা পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ডেটা ও ওপেক প্লাসের সিদ্ধান্তসহ এ সপ্তাহে অন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইভেন্টগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পিসিই।
মার্কিন ডলারে বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার শূন্য দশমিক ৬৬১০৫ ডলারে নামার আগে স্বল্প সময়ের জন্য শূন্য দশমিক ৬৬১৫৫ হয়েছিল, যা সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
১০ আগস্টের পর নিউজিল্যান্ডের ডলার শূন্য দশমিক ৬১০০৫ ডলারে নেমে আসার আগে অল্প সময়ের জন্য সর্বোচ্চ শূন্য দশমিক ৬১০৫৫ ডলারে পৌঁছেছিল। রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড সম্প্রতি মুদ্রানীতি নিয়ে সভা করে চতুর্থবারের মতো সুদহার ৫ দশমিক ৫০ শতাংশে স্থিতিশীল রাখার কথা জানিয়েছে। এছাড়া জাপানি ইয়েনের বিনিময় হার ১৪৮ দশমিক ১০-এর কাছাকাছি অবস্থানে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।