Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে অসংখ্য মানুষের মৃত্যু ও সংক্রমনের কারণে গত জানুয়ারি থেকে উহান শহরটি বন্ধ করে দেয়া হয়েছিল। কারণ এই শহরটি থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। যার ফলে স্পেনে খেলতে গিয়ে ১০৪ দিন আটকা পড়েছিলেন চাইনিজ সুপার লিগের দল উহান জালের ফুটবলাররা।
উহান শহরটি থেকে এখন লকডাউন তুলে নেয়া হয়েছে। তিন মাসেরও বেশি সময় পর আবারও নিজ শহরে ফিরেছেন উহানের ফুটবলাররা।
শনিবার (১৮ এপ্রিল) খেলোয়াড়রা তাদের প্রিয় শহরে এসে পৌঁছলে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রত্যেকের মুখে ছিল মাস্ক। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের।
ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, তিন মাসেরও বেশি সময় ধরে ভবঘুরে থাকার পর উহান জাল দলের সদস্যরা অবশেষে পা রাখল তাদের শহরে।