Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তিন সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন শহীদ মাসুদের স্ত্রী
    জাতীয়

    তিন সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন শহীদ মাসুদের স্ত্রী

    Tomal NurullahDecember 15, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মাসুদের স্ত্রী তিন নাবালক সন্তান নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। সন্তানদের নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তিনি।

    ক্ষুদ্র নির্মাণ সামগ্রী ব্যবসায়ী মো. মাসুদের অকাল মৃত্যুতে তার স্ত্রী হেনা বেগম তিন নাবালক সন্তান নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। তিন শিশু সন্তান নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন শহিদ মাসুদের স্ত্রী।

    গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ক্ষুদ্র নির্মাণ সামগ্রী ব্যবসায়ী মো. মাসুদ (৪২) যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার মেরাজনগর বি-ব্লকের শাহী মসজিদে আছরের নামাজ পড়তে যান। পথে তার দুই ছেলের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের হেলমেট বাহিনী গুলি করে মাসুদকে হত্যা করে।

    মাসুদের তিন ছেলের মধ্যে মাহফুজ (১১) চতুর্থ শ্রেণিতে, মারুফ (৬) তৃতীয় শ্রেণিতে এবং মাশরাফি নার্সারিতে পড়ে। দুঃসহ স্মৃতি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মাসুদের পরিবার। নিজের সীমাহীন যন্ত্রণার কথা বলতে গিয়ে মাসুদের স্ত্রী হেনা বেগম (৩৭) কান্নায় ভেঙে পড়েন।

    তিনি বলেন, ‘হেলমেট বাহিনী আমার দুই ছেলের সামনে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। আমার ছেলেরা এখনও মানসিক যন্ত্রণায় ভুগছে।’

    মায়ের মুখে বাবার স্মৃতিচারণ শুনে বাচ্চারা কাঁদতে শুরু করে। আবেগাপ্লুত হেনা বেগম বলেন, বাচ্চাদের বাবার অবর্তমানে তিন সন্তানকে লালন-পালন করা একজন মায়ের জন্য কতটা যন্ত্রণার আমি সেটা কীভাবে বুঝাব? আমি কীভাবে তাদের বাবাকে ফিরিয়ে দেব?

    একটি বিল্ডিংয়ের ছাদ থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক একটি দোকানের সামনে থেকে নির্বিচারে গুলি ছুড়ছে এবং অন্য কয়েকজন তাদের নির্দেশ দিচ্ছে। এসময় একটি গুলি মাসুদের মাথায় ঢুকে যায়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দিনই এই ‘হেলমেট বাহিনী’ মাসুদকে গুলি করার আগে বাবা-মায়ের সঙ্গে বারান্দায় যাওয়া চার বছর বয়সী আবদুল আহাদকে হত্যা করে। ওই এলাকার বিভিন্ন আবাসিক ভবনের দেয়ালে এখনো নির্বিচারে গুলি চালানোর সে চিহ্ন রয়েছে।

    হেনা বেগমের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। তিনি বিলাপ করে বলেন, ‘আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি ছিলেন। তিনি কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি শুধু আসরের নামাজ পড়তে গিয়েছিলেন। তাহলে তার কী দোষ? কেন তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো?’

    শহীদ মাসুদের ভাইয়ের স্ত্রী উম্মে কুলসুম জানান, মাসুদের আহত হওয়ার খবর পেয়ে তারা তাকে উদ্ধার করতে গেলে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী তাদের বাধা দেয়।

    তিনি বলেন, ‘তবে আমরা তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলেছিলাম এবং বলেছিলাম যে আপনাদের এত সাহস হলো কীভাবে? একজনকে হত্যা করার পর আপনারা তার লাশও নিতে দিচ্ছেন না! আপনারা যদি সরে না যান, তাহলে আমরা ইটপাটকেল নিক্ষেপ করব।’

    তিনি বলেন, আমাদের চিৎকারে আওয়ামী গুণ্ডারা পিছিয়ে গেলে মাসুদের লাশ উদ্ধার করি।

    কুলসুম বলেন, ‘পরে আমরা মাসুদকে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

    হাসপাতাল থেকে লাশ নিতে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশি হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ আমাদের সাহায্য করেনি। বরং তারা আমাদের বকাঝকা করে এবং থানা থেকে বের না হলে গুলি করার হুমকি দেয়।’

    পরে তারা শাহবাগ থানায় জিডি করে এবং ময়নাতদন্ত শেষে ২১ জুলাই লাশ গ্রহণ করেন।

    মাসুদকে দাফন করতে মাতুয়াইল কবরস্থানে গেলেও তার পরিবারকে হয়রানির শিকার হতে হয়। কুলসুম বলেন, আমরা যখন লাশ কবরস্থানে নিয়ে যাই তখন আওয়ামী লীগের কিছু গুণ্ডা আমাদের বিভিন্ন ধরনের কাগজপত্র দেখাতে বলে হয়রানি করে।

    চার সদস্যের সংসার চালানোর দুঃসহ কষ্টের কথা জানিয়ে মাসুদের স্ত্রী হেনা বলেন, ‘আর্থিকভাবে সহায়তা করার কেউ না থাকায় আমার স্বামীর মৃত্যুর পর থেকে তিন ছেলেকে নিয়ে আমি খুবই অর্থকষ্টে দিন পার করছি।’

    হেনা জানান, তার বাবা পাঁচ বছর আগে মারা গেছেন। ২১ বছর আগে শ্বশুর-শাশুড়িও মারা গেছেন। আর তার মা বেঁচে থাকলেও মেয়েকে সহযোগিতা করার সামর্থ্য তার নেই। দুই ভাই ও দুই বোনসহ তার আরও চার ভাই-বোন থাকলেও কারও আর্থিক অবস্থাই তাকে সহযোগিতা করার মতো ভালো নয়।

    চার ভাইয়ের মধ্যে শহীদ মাসুদ ছিল চতুর্থ। এলাকায় তার বাবার জমিতে একটি টিনশেড বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসার উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

    সরেজমিন দেখা যায়, তিন সন্তান নিয়ে রান্নাঘর ও বাথরুম সংযুক্ত একটি কক্ষে বসবাস করছেন মাসুদের স্ত্রী। উপরে কংক্রিটের ছাদ।

    দুঃখ দিনের স্মৃতিচারণ করে হেনা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরা আগে যে বাড়িতে থাকতাম তাতে বৃষ্টির পানি পড়ত। আমার স্বামীর মৃত্যুর পর স্থানীয় লোকজন এই ঘরটি তৈরিতে আর্থিক সহায়তা করেছে।’

    তিনি বলেন, আমার এমন কোনো আয়ের উৎস নেই যা দিয়ে আমি বাচ্চাদের খাবার জুটাবো। তারা চোখের সামনে তাদের বাবার মৃত্যুটা দেখে এতোটাই মানসিকভাবে আঘাত পেয়েছে যে, এই ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রেখে কোনো কাজেও যেতে পারছি না।

    তাদের অবস্থা এতটাই খারাপ যে, কোনোভাবে তাদের এক বেলার খাবার জোটাতে পারলেও আরেক বেলার খাবার থাকে না। স্বামীহারা হেনা তার তিন ছেলের লেখাপড়াসহ তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।

    তিনি বলেন, ‘আমার স্বামীর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তবে সরকার যদি আমার সন্তানদের শিক্ষার খরচ বহনসহ আমার পরিবারের দায়িত্ব নেয় তাহলে এই দুঃসহ পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।’

    মাসুদের স্ত্রী তার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, ‘যারা মানুষ হত্যার নির্দেশ দিয়েছে, আমি তাদের বিচার চাই।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অর্ধাহারে কাটাচ্ছেন তিন দিন নিয়ে, মাসুদের শহীদ সন্তান স্ত্রী
    Related Posts
    CEC

    আগামী নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

    October 8, 2025
    Upodastha

    দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা

    October 8, 2025
    Pay

    পে স্কেল নিয়ে নতুন তথ্য, যাদের বাড়ছে আর্থিক সুবিধা

    October 8, 2025
    সর্বশেষ খবর
    Nyt connections hints

    Connections Hints October 8: Today’s NYT Clues and Answers for Puzzle #850

    CEC

    আগামী নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

    Taka

    বর্তমান সময়ে কোথায় বিনিয়োগে সবচেয়ে বেশি লাভ? জানুন ৫টি টিপস

    রাশি

    কোন রাশির লোকেরা বেশি সম্পদ অর্জন করতে পারেন

    NCP

    শাপলা ছাড়া অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়, ইসিকে এনসিপি

    Man

    মানুষের নাম মনে রাখার ৫ উপায়

    প্রশ্ন ও উত্তর

    কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে

    Upodastha

    দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা

    ছবিটি জুম করে হরিণ খুঁজে বের করুন, ৯০ শতাংশ মানুষই পারেন না

    bKash

    বিকাশ থেকে ভুল নম্বরে টাকা চলে গেলে কিভাবে ফেরত পাবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.