জুমবাংলা ডেস্ক : তিস্তায় জেগে উঠা চরের শত শত একর জমিতে ভুট্টার আবাদ হচ্ছে। বর্তমানে অনেক চাষিরা ভুট্টার চাষে ব্যস্ত আর অনেকেই ভুট্টার জমিতে নিড়ানিতে ব্যস্ত সময় পার করছেন। চরের চাষিরা ভুট্টার ভালো ফলনের আশা করছেন।
জানা যায়, তিস্তার চরে ভুট্টার চাষ অনেক ভালো হয়। জেগে উঠা চরের শত শত একর জমিতে ভুট্টার আবাদ করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো ফলন হয়। ভুট্টার ফলন ভালো হওয়ায় লাভের আশা জুগিয়েছে ভুট্টা চাষিদের মনে।
ভুট্টা চাষি ওবাইদুল ইসলাম বলেন, আমি তিস্তার চারে ১ হাজার ৫৬ শতক বা ৪৮ দোন (২২ শতকে ১ দোন) জমি বর্গা নিয়ে ভুট্টার চাষ করছি। প্রতি দোনে (২২ শতক) আমার ১০-১১ হাজার টাকা খরচ হবে। জমিতে ভালো ফলন হলে দোন প্রতি ফলন পাবো ৩ টন। বাজারদর ভালো থাকলে ২২-২৩ হাজার টাকা বিক্রি করতে পারবো। এতে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো অনেক ভুট্টা চাষিরা বলেন, এবছর তিস্তার চরে ভুট্টার ভালো ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সামান্য পোকামাকড়েরর আক্রমণ হলেও সেগুলো প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর বেশি চাষ হচ্ছে।
কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভুট্টা অত্যন্ত লাভজনক ফসল। তিস্তার চারে চাষিরা ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। কৃষকদের ভুট্টার রোগবালাই ও পোকামাকড় থেকে রক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।