আন্তর্জাতিক ডেস্ক : তীব্র ঠাণ্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কাশ্মীরে তুষারপাত অব্যাহত রয়েছে। বেশকিছু অঞ্চলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় তুষারপাতের পাশাপাশি সমতলে ইলশেগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। সে সঙ্গে জেঁকে বসেছে তীব্র ঠাণ্ডা। এই মৌসুমে এখন পর্যন্ত সাত ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সড়কে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। হিমাচলেও ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কাশ্মীর ও হিমাচল প্রদেশের তুষারপাতের সরাসরি প্রভাব পড়েছে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশ। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। দিল্লির রাস্তায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা।
ঘন কুয়াশার কারণে চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
গত দুদিন ধরে আবহাওয়া একই রকম রয়েছে। ভোর ৬টায় এসেও আলোর দেখা পাইনি। কুয়াশা ও ঠাণ্ডা অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।