জুমবাংলা ডেস্ক: আরও ৩ থেকে ৪ দিন দেশজুড়ে চলা তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বাতাসে জলীয়বাষ্প বাড়ায় গরমের অনুভূতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই নগরী ধুকছে তীব্র দাবদহে। জীবন জীবিকার প্রয়োজনে এর মাঝে বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। ঘরে বাইরে জীবন ওষ্ঠাগত নগরবাসীর। রোদের তাপ যেন ত্বক পুড়িয়ে দিচ্ছে। তীব্র গরম সর্দি কাশি, জ্বরের সঙ্গে মানুষ ভুগছে পানিবাহিত রোগে।
এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আরও ৩ থেকে ৪ দিন তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় গরমের অনুভূতি আরও বাড়বে। তবে, জলীয়বাষ্প বাড়ার কারণেই ২০ এপ্রিল থেকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।