Advertisement

জুমবাংলা ডেস্ক : তীব্র শীত ও তুষারধসে পাকিস্তান-আফগানিস্তানে কমপক্ষে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার থেকে শুধু পাকিস্তানেই মারা গেছে ৮২ জন।
ইসলামাবাদ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় আজাদ কাশ্মিরে মৃতের সংখ্যা ৬২। জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিলাম উপত্যকা ও এর আশপাশের এলাকায় তুষারধসের পর জীবিত উদ্ধার করা হয়েছে ৫৩ জনকে। জরুরি উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহে সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আর বেলুচিস্তানে মারা গেছে আরও ২০ জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রতিবেশি আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। রাজধানী কাবুলে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



