বিনোদন ডেস্ক : বিনোদন জগতে ফের শোকের ছাঁয়া ৷ করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ভারতের জনপ্রিয় টেলি অভিনেতা জগেশ মুকাটি৷ তীব্র শ্বাসকষ্ট নিয়েই মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ চিকিৎসকদের শতচেষ্টার পরেও মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা জগেশ ৷
‘অমিতা কা অমিত’ এবং ‘শ্রী গনেশ’ এর মতো শোতে কাজ করা বিখ্যাত এই টেলিভিশন অভিনেতা বুধবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
জগেশের বন্ধু এবং গুজরাটি থিয়েটার অভিনেতা সঞ্জয় গোরাদিয়া জানিয়েছেন, বুধবার দুপুর তিনটার দিকে অভিনেতা মারা গেলেন। জগেশকে গত সপ্তাহে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তিনি কখনই কাউকে এ সম্পর্কে কিছু বলেননি, কারণ তিনি চাননি যে কাউকে চাপ দেওয়া হোক।’
তিনি আরো বলেন, ‘জগেশের বহু বছর ধরে হাঁপানি ও স্থূলতা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা ছিল। তিনি কাজ করছিলেন এবং ডায়েটিং করছিলেন, কিন্তু তারপরে লকডাউন শুরু হয়েছিল এবং তিনি নিজের কাজ চালিয়ে যেতে পারেননি। সুতরাং, তার হাঁপানি আরো খারাপ হতে শুরু করে। গত সপ্তাহে, যখন তিনি তীব্র শ্বাসকষ্ট পান তখন, তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অক্সিজেনের মাত্রা কম ছিল। তার কভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল, তবে ফলাফল নেগেটিভ এসেছিল।’
তারাক মেহতা কাওলতা ও অম্বিকা রঞ্জনকার ইনস্টাগ্রামে জগেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন টেলি দুনিয়ার অন্যান্য অভিনেতারাও ৷
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।