জুমবাংলা ডেস্ক : ‘তুই আওয়ামী লীগের কিছু না। তুই রাজাকারের সন্তান। এর বিপরীতে অপর চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম (দোয়াত কলম) একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।’ চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক হারুনুর রশিদকে (আনারস) উদ্দেশ করে এই কথা বলেছেন বলেছেন যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন।
তিনি আরও বলেন, আনারসে কাটা। সেটা আমাদের প্রয়োজন নেই। এই আনারস খেয়ে মানুষ মারা যাচ্ছে।
রোববার রাতে পটিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকায় নির্বাচনি সভায় যুবলীগ নেতা জমির উদ্দিন এসব কথা বলেন।
তার এ বক্তব্য নিজ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হলে তা ভাইরাল হয়। তার এ বক্তব্য নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে।
সভায় যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন বলেন, আগামী ২৯ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের সঙ্গে একজন রাজাকারের সন্তানের যুদ্ধ হচ্ছে।
রাজাকারের ওই সন্তান একজন টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সব অপকর্মের হোতা। তার সবকিছু লাগে। তুই আওয়ামী লীগের কেউ না, তুই বিচ্ছুর মানুষ। রাজাকার ও খোন্দকার মোশতাকের এসব অনুসারীকে ভবিষ্যতে রাজনীতি করতে দেওয়া হবে না। সাবেক এমপি বিচ্ছু রাজাকারের পুত্র হারুনকে সমর্থন দিয়েছে। যে হারুন লবণ ব্যবসার আড়ালে গ্যাস চুরি করে। আমরা চাই একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে চেয়ারম্যান পদে বসাতে। তাকে নির্বাচিত করা আমাদের জন্য ফরজ।
পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।