‘তুমি এত সুন্দর কেন’ বলেই জাপটে ধরে বিমানকর্মীকে চুমু!

তুমি এত সুন্দর কেন

ফ্লাইট ছিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে আলাস্কার পথে। অন্য যাত্রীদের সঙ্গে ছিলেন ডেভিড আলান বুর্ক নামের ৬১ বছর বয়সী পৌঢ়। ফ্লাইটে একের পর এক গিলছিলেন মদ।

এরপরই বিপত্তি শুরু। মা তাল হয়ে তাকে মদ পরিবেশন তরুণ বয়সী পুরুষ বিমানকর্মীকে সপাট জাপটে ধরে চুমু! ‘তুমি এত সুন্দর কেন’ বলেই টলতে টলতে পড়েন ওই বিমানকর্মীর গায়ে।

তুমি এত সুন্দর কেনতবে নিস্তার মেলেনি। বিমান আলাস্কার মাটি ছোঁয়ার পরপরই গ্রে প্তার হন ডেভিড। পুলিশের হেফাজতে স্বীকার করেছেন অপরাধ। ‍যুক্তি দেখান, ‘ওকে (বিমানকর্মী) দেখে নিজেকে সামলাতে পারিনি!’ পরে অবশ্য ডেভিডকে জামিনে মুক্তি দেওয়া হয়।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, ফ্লাইটে ডেভিডের এমন কান্ডে অস্বস্তিতে পড়েন ওই বিমানকর্মী। তার সহকর্মীরা কোনও রকমে ধাক্কা দিয়ে ডেভিডকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বেশ কিছু ক্ষণ পর টলতে টলতে গিয়ে আবার নিজের আসনে বসে পড়েন ডেভিড। তার পরেই ঘুমে আচ্ছন্ন। বিমান অবতরণের পরেই পুলিশ এসে ধরে নিয়ে যায় মা তাল প্রোঢ়কে।

স্ত্রী আম্রপালির সাথে চরম রোম্যান্স করছেন নিরাহুয়া, ভাইরাল ভিডিও