Advertisement
প্রশ্ন : আমার এক বড় ভাই তাঁর স্ত্রীকে আবেগে বলেছেন, ‘তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করা হারাম।’ ঘটনাক্রমে তাঁদের মধ্যে তালাক হয়ে যায়। এখন তিনি যদি অন্য কাউকে বিয়ে করতে চান, তাহলে কি তাঁকে কসমের কাফফারা দিতে হবে?
আহসানুল হক টুটুল, মিরপুর, ঢাকা।
উত্তর : কোনো হালাল বস্তু বা কাজকে নিজের ওপর হারাম করাকে ইসলাম কসম বলে গণ্য করে। তাই প্রশ্নের বর্ণনা মতে আপনার বড় ভাই অন্য কাউকে বিয়ে করতে চাইলে তাঁকে অবশ্যই কসমের কাফফারা দিতে হবে।
(আল বাহরুর রায়েক : ৪/২৯২, আদ্দুররুল মুখতার : ৩/৭২৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৬৬)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।