স্পোর্টস ডেস্ক : প্রথমবার ইউরো খেলতে এসেই শেষ ষোলোতে উঠে চমক দেখিয়েছিল জর্জিয়া। তবে সেই চমক আর টিকলো না। স্পেনের কাছে ধরাশয়ী হয়েই শেষ হলো তাদের ইউরো যাত্রা।
দুর্দান্ত খেলেই স্পেন ৪-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচেও জর্জিয়ার কাছে কিছুটা ধাক্কাও খেতে শুরু করেছিল স্প্যানিশরা। আত্মঘাতী গোলেই সেই ধাক্কার শুরু।
শেষ ষোলোর ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কা রদ্রির গোলে প্রথমার্ধেই সমতায় সামলায় স্পেন। দ্বিতীয়ার্ধে তারা জর্জিয়ার জালে দেয় আরও তিন গোল। এই গোলগুলো আসে ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমোর কাছ থেকে।
প্রতিপক্ষের ওই আত্মঘাতী গোলটি ছাড়া পুরো ম্যাচে আর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি জর্জিয়া। গোলের জন্য তাদের চার শটের একটিও ছিল না লক্ষ্যে। যেখানে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ৩৫টি শট নেয় স্পেন, যার ১৩টি ছিল লক্ষ্যে। অনেকগুলো পরিষ্কার সুযোগ নষ্ট না হলে ব্যবধান হতে পারতো আরও বড়।
চিরাচরিত টিকি-টাকা থেকে সরে গিয়ে এবার ইউরোতে স্পেন খেলছে গতিময় দৃষ্টিনন্দন ফুটবল। মুগ্ধ করে যাচ্ছে ফুটবলপ্রেমীদের। সেই মুগ্ধতা থাকল জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও।
আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।