
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইদলিবে তুরস্কের হামলায় কমপক্ষে ৭৬ সিরীয় সেনা নিহত। সরকারি বাহিনীর ছোঁড়া বোমায় সাত তুর্কি সেনা ও এক সহযোগী নিহতের প্রতিশোধ হিসেবে ইদলিবের ৫৪টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।
সোমবার এ তথ্য নিশ্চিত করেন, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের পরদিনই হয় এসব সহিংসতা।
সিরীয় সরকারের মিত্র রাশিয়ার অভিযোগ, না জানিয়ে সেনা মোতায়েন করায় তুরস্কের ওপর ক্ষুব্ধ ছিল সিরিয়া সরকার। যদিও মস্কোর সাথে আলোচনা করেই সমন্বিত সিদ্ধান্তে সেনা মোতায়েনেরর দাবি করেছে আঙ্কারা।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে সরকারি বাহিনীর বিদ্রোহী নির্মূল অভিযানে গেল এক সপ্তাহে উদ্বাস্তু হয়েছে দেড় লাখ বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।