আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কে আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে। মস্কো সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এ আহ্বান জানান ল্যাভরভ। খবর পার্সটুডে’র।
তিনি বলেন, তুরস্ক ও এস্তোনিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই জাহাজের খাদ্যশস্যের বিবরণ রয়েছে। আমাদেরকে এ বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করে দেখতে হবে।
রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ সাত হাজার টন খাদ্যশস্য নিয়ে গত বৃহস্পতিবার কৃষ্ণসাগর তীরবর্তী বারদিয়ানস্ক বন্দর ছেড়ে যায়।রোববার তুরস্ক ইউক্রেনের অনুরোধে জাহাজটিকে আটক করে। কিয়েভ দাবি করছে, ওই জাহাজে করে ইউক্রেনের লুট করা খাদ্যশস্য বিক্রি করতে যাচ্ছিল রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরো বলেন, রাশিয়ার শস্যবাহী জাহাজ নিয়ে যে কৃত্রিম সংকটটি তৈরি করা হয়েছে তা অগ্রহণযোগ্য।তিনি বলেন, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া আমাদের খাদ্যশস্য ও রাসায়নিক সার রপ্তানির পথে কোনো বাধা নেই।
এর আগে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার দাবি করেছিলেন, তুরস্কে তার দেশের জাহাজ আটক সম্পর্কে মস্কো কোনো তথ্য জানে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।