Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তুরস্কে শান্তি আলোচনায় পুতিন নেই, পরিস্থিতি কেমন?
    আন্তর্জাতিক

    তুরস্কে শান্তি আলোচনায় পুতিন নেই, পরিস্থিতি কেমন?

    Soumo SakibMay 15, 20253 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানালেও পুতিন রাজি হননি। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি

    তুরস্কে শান্তি আলোচনায়ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

    এর আগে জেলেনস্কি বলেছিলেন, যদি পুতিন রাজি হন, তবে তিনি নিজেও আলোচনায় অংশ নেবেন এবং পুতিনের সঙ্গে সরাসরি দেখা করবেন। তিনি ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন।

    গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই আলোচনায় থাকবেন না। যদিও আগের মন্তব্যে তিনি বলেছিলেন, পুতিন গেলে তিনিও থাকতে পারেন।

       

    এদিকে, বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
    জেলেনস্কি বলেছিলেন, পুতিন গেলে তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবেন।

    বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে কে আসছেন, আমি সেটি দেখতে চাই। তারপর ইউক্রেন কী করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত রাশিয়ার তরফ থেকে যে বার্তাগুলো এসেছে, সেগুলো সন্তোষজনক নয়।’

    পুতিন ও জেলেনস্কির মধ্যে শেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর ২০২২ সালের মার্চে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর ইস্তানবুলে শেষবার দুই দেশ সরাসরি আলোচনা করে। তখন থেকেই যুদ্ধ চলছে। গত এক বছরে রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলসহ কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে।

    রবিবার পুতিন কোনো পূর্বশর্ত ছাড়াই ইস্তানবুলে সরাসরি আলোচনার আহ্বান জানান। এরপর জেলেনস্কি জানান, তিনিও সেখানে যাবেন এবং আশা করছেন পুতিনও যাবেন।

    শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের এক বৈঠকের পর পশ্চিমা দেশগুলো ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানায়। এরপরই পুতিন আলোচনার প্রস্তাব দেন। রোববার ট্রাম্প ইউক্রেনকে এই প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানানোর পর জেলেনস্কিও জানান, তিনি আলোচনায় যাবেন।

    জেলেনস্কি এক সামাজিক মাধ্যমে লেখেন, ‘হত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব।’

    এর আগে বুধবার ট্রাম্প বলেন, পুতিন গেলে তিনিও যেতে পারেন। বর্তমানে তিনি কাতারে আছেন। সাংবাদিকদের বলেন, ‘আমি না গেলে পুতিন যাবেন কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমি জানি, তিনি চান আমি যাই, আর এর সম্ভাবনা আছে। যুদ্ধ বন্ধ করতে পারলে আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করব।’

    এখন আন্তর্জাতিক অঙ্গনে সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে : খাজা আসিফ

    আলোচনার জন্য যুক্তরাষ্ট্র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বলে আশা করা হচ্ছে। দেশটির শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও ইতিমধ্যে বুধবার তুরস্কে পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। বুধবার সন্ধ্যায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, তিনি রুবিওর সঙ্গে দেখা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টায় ইউক্রেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং রাশিয়াকে ইউক্রেনের ইতিবাচক পদক্ষেপের জবাব দিতে বলেছেন।

    শুক্রবার রুবিওর ইস্তানবুল যাওয়ার কথা। সেখানেও তিনি ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। বুধবার অ্যান্টালিয়ায় তার হোটেলে পৌঁছানোর পর বিবিসি তার কাছে জানতে চাইলেও, পুতিন তুরস্কে যাবেন কি না, সে বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    international diplomacy peace talks putin Russia Ukraine talks turkey আন্তর্জাতিক আলোচনায় ইউক্রেন শান্তি আলোচনা কেমন তুরস্ক তুরস্কে নেই: পরিস্থিতি পুতিন শান্তি
    Related Posts
    ভারতে মন্দির

    ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

    November 1, 2025
    দুটি রাজ্যের রাজধানী

    ভারতের কোন শহর দুটি রাজ্যের রাজধানী? অনেকেই জানেন না

    November 1, 2025
    গাজা

    ৭টি গাছ, যা বিশ্বে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়

    November 1, 2025
    সর্বশেষ খবর
    ভারতে মন্দির

    ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

    দুটি রাজ্যের রাজধানী

    ভারতের কোন শহর দুটি রাজ্যের রাজধানী? অনেকেই জানেন না

    গাজা

    ৭টি গাছ, যা বিশ্বে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়

    ট্রাম্প ভেনেজুয়েলা

    ভেনেজুয়েলায় ‘হামলার পরিকল্পনা’ নিয়ে যা বললেন ট্রাম্প

    অজিত দোভাল

    ‘বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী দুর্বল শাসন ব্যবস্থা’

    মন্ত্রী

    তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার আজহার

    হোটেল

    এই হোটেলটিতে রাত কাটালে এক দেশে থাকবে মাথা আর পা অন্য দেশে

    ওমরাহ ভিসা

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    যুদ্ধবিরতির

    তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল রাখার সিদ্ধান্ত

    ভিসা

    ভিসা ছাড়াই বিশ্বের ১০টি দেশে ঘুরতে যেতে পারেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.