Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে মারা গেছেন অন্তত ১০ করোনা রোগী । শনিবার (১৯ ডিসেম্বর) গাজিয়ানটেপের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী ফারেতিন কোকা বলেন, আমরা এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহত সকলে করোনা রোগী। তারা চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছিল। অগ্নিকাণ্ডে আহত রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তুরস্কে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ৬শরও বেশি লোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



