তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: ৩ দিন আগেই টুইট করেছিলেন যিনি
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। সাইপ্রাস দ্বীপ, কায়রো এবং মিসর পর্যন্ত সেই ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু আজকের মারাত্মক ভূমিকম্প সম্পর্কে ফ্র্যাংক হুগারবিটস নামে সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের (এসএসজিইওএস) একজন ডাচ গবেষক গত ৩ ফেব্রুয়ারি টুইটারে পোস্ট করেছিলেন।
তিন দিন আগে ফ্র্যাংক হুগারবিটস লিখেছিলেন, ‘শীঘ্রই বা পরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্দান, সিরিয়া, লেবানন) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হবে।’
শুধু তা-ই নয়, তিনি মধ্য তুরস্ক এবং আশেপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের কথাও বলেছিলেন। টুইট করার কয়েক ঘণ্টা পর তার সেই টুইটও সত্য হয়। তুরস্ক ও সিরিয়ায় সোমবার দুপুরে ফের ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।
টুইটে তিনি লিখেছেন, ‘মধ্য তুরস্ক এবং আশপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের জন্য অপেক্ষা করুন। একটি বড় ভূমিকম্পের পরে আফটার শকগুলো সাধারণত কিছুক্ষণ চলতে থাকে।’
টুইটারে নিজেদের পরিচয়ে এসএসজিইওএস লিখেছে, ভূমিকম্পের কার্যকলাপ সম্পর্কিত মহাকাশীয় বস্তুর মধ্যে জ্যামিতি নিরীক্ষণের জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান এটি।
Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey, Jordan, Syria, Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV
— Frank Hoogerbeets (@hogrbe) February 3, 2023
ফ্রাংক হুগারবিটসের পোস্ট ভাইরাল হওয়ার পর তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি আগেই বলেছি, শীঘ্রই বা পরে এই অঞ্চলে ভূমিকম্প হবে। ১১৫ এবং ৫২৬ সালের মতো। এই ভূমিকম্পগুলো সব সময় গ্রহের জ্যামিতি অনুযায়ী হয়। যেমনটি আমরা ৪-৫ ফেব্রুয়ার ভেবেছিলাম।’
তবে অনেক টুইটার ব্যবহারকারী এই ডাচ বিশেষজ্ঞের করা পোস্টগুলো প্রশ্নবিদ্ধ করেছেন।
সূত্র : ওয়ানইন্ডিয়া
শতচেষ্টা করেও চুরিতে ব্যর্থ হয়ে ক্ষমা চেয়ে চিঠি লিখে গেলেন চোর!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।