নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ভেসে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে বড়ইবাড়ি এলাকার তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে লাশটি ভাসতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করে দ্রুত থানায় খবর দেয়।
পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়। তবে নদীর স্রোত ও অবস্থানের কারণে কাজটি জটিল হয়ে পড়ে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয় এবং তাদের উপস্থিতির অপেক্ষায় রয়েছে স্থানীয় পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। আমরা নৌ পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা আসলে মরদেহ উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি টাঙ্গাইল জেলার কোনো অঞ্চল থেকে ভেসে এসেছে। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মরদেহটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও মৃতের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।