জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।
নিখোঁজ সাকিব হোসেন (১৩) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে এবং দুর্জয় সরকার (১৪) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের রবিন্দ্রনাথের ছেলে। তারা দুজনেই নাওজোড় পাথরপাড়া এলাকার প্রগতি মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
বাসন থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার দুপুর ১২টার দিকে কড্ডার তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে ৬ কিশোর। এক পর্যায়ে পানির তীব্র স্রোতে টিউব উল্টে গেলে দুর্জয় এবং শাকিব পানিতে তলিয়ে যায়। এসময় সাঁতরে তীরে ওঠেন তাদের সঙ্গী মিজান, আসিফ, ইসমাইল এবং ইয়াসিন।পরে তারা নিখোঁজ কিশোরদের পরিবারকে খবর দেয়।
খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্র কিশোরদের উদ্ধারে অভিযানে নামে। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ কিশোরদের কোনো হদিস জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডুবুরি দলের টিম লিডার আশরাফুল ইসলাম জানান, প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করা যায়নি। অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যবহত হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।