গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ সেই কলেজছাত্র রুবেল হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নিখোঁজের প্রায় ৪৬ ঘন্টা পর গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল হোসেন পাবনা সদরের রবিউল হাসানের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনবাড়ি এলাকায় বসবাস করতেন এবং চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেন।
মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই মো: লেবু মিয়া জানান, সকালে সিটি করপোরেশনের কড্ডা বাজার বাসস্ট্যান্ড এলাকায় তুরাগ নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত কলেজছাত্র রুবেলের লাশ তার বোন মালা শনাক্ত করেছেন।
উল্লেখ্য, রবিবার সকালে কলেজছাত্র রুবেলসহ ১৩ জন বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকায় করে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর জন্য বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে রগুনাথপুর এলাকায় তুরাগ নদীতে পৌঁছালে রুবেল ও শাহান সাঁতার কেটে নদী পার হওয়ার কথা বলে। এক পর্যায়ে তারা চলন্ত নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়। তারা সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর ওই স্থান দিয়ে যাওয়া মাটিবাহী নৌকা শাহানকে উদ্ধার করে। এ সময় রুবেল নদীর পানিতে সৃষ্ট ঘূর্ণিতে ডুবে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।