Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক : ভাইরাসের কারণে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো যখন কাহিল তখন এমন অনেক দেশ আছে যেখানে এই ভাইরাস ছড়ায়নি। তবে যেসব দেশগুলো তেমন ক্ষমতাধর ও পরিচিত নয়।
যেখানে করোনা এখনো পৌঁছায়নি। জনন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী। গণমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাওরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমিনিস্তান, টুভ্যালু, ভানুয়াতু ও মাইক্রেনেশিয়া অঞ্চল। এর মধ্যে প্রায় সবই ওশেনিয়া মহাদেশে। কেবল তুর্কমিনিস্তান মধ্য এশিয়ার দেশ এবং উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার দেশ।
জনন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ মানুষ কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখেরও বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


