আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরখণ্ডে এক যুবক তুষার পথে প্রায় চার কিলোমিটার হেঁটে পৌঁছেছেন কনের বাড়ি। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। কেউ কেউ বলছেন, এই যুবককে বছরের সেরা বরের অ্যাওয়ার্ড দেওয়া হক। সত্যিকারের ভালোবাসা মরে যায়নি বলেও মন্তব্য করেছেন অনেকে। খবর হিন্দুস্থান টাইমসের।
২৯ জানুয়ারি ছবিগুলো প্রকাশ পায়। রাজ্যের চামোলি জেলার বিরাজ গ্রামের ঘটনা এটি। প্রকাশিত ছবিতে দেখা যায়, হেঁটে যাচ্ছেন বর। তার সঙ্গে রয়েছে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। তুষারপাত থেকে বাঁচতে তাদের মাথায় ছাতা।
Uttarakhand: A groom travelled four km on foot to reach the bride's home in Bijra village in Chamoli district as roads were closed due to heavy snowfall in the region. pic.twitter.com/sS9pjqdZLL
— ANI (@ANI) January 29, 2020
এমন পরিস্থিতিতে বরের মুখের হাসিই মন কেড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বরের তারিফ করেছেন। টুইটারে সাড়ে ৭ হাজার লাইক ও ১ হাজারের বেশি শেয়ার হয়েছে ছবিগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।