তৃণমূল নেতার রুশ বান্ধবীর একাউন্টে ১০০ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের গরু ও কয়লা পাচার কাণ্ডের প্রায় ১০০ কোটি কালো টাকার সন্ধানে ইন্টারপোলকে চিঠি লিখলো ইডি। কেন ইডি আন্তর্জাতিক পুলিশের শরণাপন্ন? কারণ, অভিযুক্তদের দলিল-দস্তাবেজ ঘেঁটে ইডি আবিষ্কার করেছে যে পশ্চিমবঙ্গের গরু ও কয়লা চুরির প্রায় ১০০ কোটি বেআইনি টাকা এক রুশ তরুণী, সুন্দরী মডেলের একাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ওই মডেলের দুটি ব্যাংক আকাউন্টও চিহ্নিত করা হয়েছে। ইডি তদন্তে জানতে পেরেছে যে ওই রুশ মডেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বছর দুয়েক আগে আমেরিকায়।

সম্পর্ক নিবিড় হওয়ার পরই তার একাউন্ট ব্যবহার করা হয় বেআইনি টাকা রাখার জন্য। এই রুশ মডেলের সঙ্গে গরু পাচার চক্রের অন্যতম কিং পিন বিনয় মিশ্ররও পরিচয় ছিল বলে ইডি দাবি করেছে। তবে, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা কে তা প্রকাশ করা হয়নি। বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের সময় থেকেই বহু রাশিয়ান মডেল কাজের টানে আমেরিকায় চলে আসে। এই মডেলটিও সেই দলে ছিল। আমেরিকাতেই প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে তাঁর দহরম-মহরম গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের বিধানসভার বাইরে বিজেপির পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় দাবি করেন যে এটি গুরুতর অপরাধ।

প্রভাবশালীর নাম অবিলম্বে ঘোষণা করা উচিত। বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও সরব হন এই ব্যাপারে।