তৃতীয় ক্যামেরার অভিনব ফিচার নিয়ে বাজারে আসছে ম্যাভিক ৩ প্রো

DJI Mavic 3 Pro

জনপ্রিয় ড্রোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে ডিজেআই ব্র্যান্ডের খ্যাতি রয়েছে। কোম্পানিটি শীঘ্রই ম্যাভিক ৩ প্রো ড্রোনটি মার্কেটে লঞ্চ করতে প্রস্তুত। ম্যাভিক 3 প্রো ড্রোনটির কিছু ফটো অলরেডি অনলাইনে উপস্থাপন করা হয়েছে।

DJI Mavic 3 Pro

এ ড্রোনটির সবথেকে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে তৃতীয় ক্যামেরার উপস্থিতি, গুণাবলী ও বৈশিষ্ট্য। ডিভাইসটি মার্কেটে আসার পূর্বে এটির স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

ম্যাভিক 3 প্রো ডিভাইসটির মধ্যে দ্বিতীয় টেলিফটো ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই ডিভাইসটি দিয়ে আপনি সাত গুণ পর্যন্ত জুম করার ফিচার পাচ্ছেন। ড্রোনটির অতিরিক্ত ক্যামেরা দিয়ে তিনগুণ পর্যন্ত অপটিক্যাল জুম করা সম্ভব হবে।

এটির ক্যামেরার ফোকাল দৈর্ঘ্য হতে পারে ৭০ থেকে ৭৫ মিলিমিটার। ম্যাভিক 3 প্রো ড্রোনের মধ্যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া ছিল। কিন্তু বাজারে আসতে যাওয়া নতুন ড্রোনের মধ্যে আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর দেওয়া থাকবে না।

তবে ম্যাভিক 3 প্রো ডিভাইসটি দিয়ে আপনি সাত গুণ পর্যন্ত ডিজিটাল জুম করার ফিচারও পেয়ে যাবেন। প্রতিটি ক্যামেরার জন্য ডিজেআই এনডি ফিল্টার সরবরাহ করবে।

ড্রোনটির মূল্য কত হবে এবং কত তারিখে বাজারে আসবে তা এখনো জানা যায়নি। তবে সবকিছু ঠিক থাকলে ম্যাভিক 3 প্রো ড্রোনটি এপ্রিলের শেষ দিকে বাজার আসার কথা।