কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে শুক্রবার (১৩ মে) এ তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, পাঁচ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকায় কিনে বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন কামরুল হাসান স্টোর্সের সত্বাধিকারি কামরুল হাসান। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ওই তেল পূর্বের মূল্যেই বিক্রি করে দেওয়া হয়।
এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান, অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel