Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home তৈরি পোশাকের বাজার বাড়াতে এইচএসবিসির সঙ্গে বিজিএমইএর সমঝোতা স্মারক সই
অর্থনীতি-ব্যবসা জাতীয়

তৈরি পোশাকের বাজার বাড়াতে এইচএসবিসির সঙ্গে বিজিএমইএর সমঝোতা স্মারক সই

Bhuiyan Md TomalOctober 17, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার খুঁজতে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বা এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের সহায়তা নিচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ জন্য বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশ গত ১৫ অক্টোবর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বিজিএমইএ জানিয়েছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব প্রভৃতি দেশগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করা। বিজিএমইএ মনে করে এই বাজারগুলোতে এইচএসবিসির শক্তিশালী উপস্থিতি রয়েছে, যা তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে সহায়তা করবে।

এইচএসবিসি বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশীয় পোশাক সরবরাহকারীদের সংযোগ স্থাপনে সহায়তা করবে বলে আজ মঙ্গলবার বিজিএমইএর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মাহবুব উর রহমান, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক নীলা হোসনে আরা ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন ও প্রতিশ্রুতিশীল বাজার অনুসন্ধান এবং একই সঙ্গে বিশ্বজুড়ে বিদ্যমান প্রতিটি সুযোগ কাজে লাগানোর জন্য তার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন ‘বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারের বৈচিত্র্যকরণ এবং আরও জটিল পণ্য ও ভ্যালু-অ্যাডেড পণ্যে যাওয়া শিল্পের অন্যতম প্রধান কৌশল। আমরা এইচএসবিসিকে ধন্যবাদ জানাই বাজার বৈচিত্র্যকরণে আমাদের উদ্যোগকে সহায়তা করার জন্য। কারণ আমরা প্রচলিত বাজারের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছি।’

বিজিএমইএর সঙ্গে কাজ করার বিষয়ে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব উর রহমান বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পে শক্তিশালী সাপ্লাই চেইন, টেকসই উৎপাদনব্যবস্থা অনুশীলন এবং একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে বিশ্বে পোশাক সোর্সিংয়ে অগ্রগণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। এইচএসবিসি তার বৈশ্বিক সংযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণের মাধ্যমে, রপ্তানি বৃদ্ধি করার এ প্রয়াসে বিজিএমইএর সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’

বিজিএমইএ জানিয়েছে, এইচএসবিসি বাংলাদেশ নতুন বাজারগুলোতে ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে ব্যাংকের শক্তিশালী উপস্থিতি এবং স্বতন্ত্র অবস্থানকে পুঁজি করে বিজিএমইএর সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে এইচএসবিসি ও বিজিএমইএ চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ অ্যাপারেল সামিটের আয়োজন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রেক্ষাপটে বিজিএমইএ কিছু ইভেন্টের আয়োজন করছে, যেগুলো উল্লেখিত বাজারগুলোর ক্রেতা/ব্র্যান্ড, রিটেইলার, বাণিজ্য সংগঠন, সরকারি কর্মকর্তা এবং তুলা সরবরাহকারীদের একই ছাদের নিচে নিয়ে আসবে। এই ইভেন্টগুলোর প্রাথমিক উদ্দেশ্য হলো, ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করা, প্রযুক্তি এবং জ্ঞান শেয়ার করা ও ইএসজি সংক্রান্ত ইস্যুগুলোর সমাধান করা।

মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অর্থনীতি-ব্যবসা এইচএসবিসির তৈরি পোশাকের বাজার বাড়াতে বিজিএমইএ’র সই সঙ্গে সমঝোতা স্মারক
Related Posts
সাংবাদিককে হত্যার হুমকি

‎জমি ভরাটে বাধা, চাদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

December 21, 2025
touhid hossain

বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

December 21, 2025
বাড়িওয়ালা-ভাড়াটিয়া

বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব : যেসব ভুলে পড়তে পারেন বিপদে

December 21, 2025
Latest News
সাংবাদিককে হত্যার হুমকি

‎জমি ভরাটে বাধা, চাদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

touhid hossain

বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

বাড়িওয়ালা-ভাড়াটিয়া

বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব : যেসব ভুলে পড়তে পারেন বিপদে

ইসি

ভোটের দিন অপরাধ দমনে নতুন কৌশল নিচ্ছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শহীদ হাদির ভাই

বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: শহীদ হাদির ভাই

Gold

খাঁটি স্বর্ণ না খাঁটি লোকসান, কেনার আগে আপনার করণীয়

প্রধান উপদেষ্টা

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.