জুমবাংলা ডেস্ক: লালমনিরহাট শহরের হোটেল মালিক মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সি। দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে বিনামূল্যে একবেলা খাবার দিয়েছেন। তৈয়ব আলী মুন্সির মৃত্যুর পর, উদ্যোগটি চালিয়ে যাচ্ছেন তার সন্তান। এমন মহৎ উদ্যোগে খুশি অসহায় মানুষজন।
প্রতিবন্ধী মাকে নিয়ে ছুটছে শিশু সন্তান বাদল। একইভাবে সন্তানকে টেনে নিয়ে আসছেন এক বৃদ্ধা মা। গন্তব্য লালমনিরহাটের রেলস্টেশন এলাকার মুক্তিযোদ্ধা হোটেল। হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সি। ১৯৮২ সাল থেকে ছিন্নমুল, অসহায়, ভারসাম্যহীন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাবার দেন তিনি। এমন উদ্যোগে একবেলা খাবার পেয়ে খুশি সমাজের অসহায় মানুষেরা। ২০১৩ সালে তৈয়ব আলী মারা গেলে পিতার এই মহৎ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সন্তানরা।
প্রতিদিন প্রায় ৫শ মানুষ পাচ্ছেন এ খাবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


