লাইফস্টাইল ডেস্ক: শসা শুধু খাওয়ার জন্যই নয়, শসার আরও অনেক ব্যবহার রয়েছে। এই গরমে ত্বকের জত্নে শসার জুড়ি মেলা ভার। মুখে আর্দ্রতার অভাব থাকলে শসা ব্যবহার করুন। কালো ছোপ ছোপ দাগ থাকলে বা ত্বক যদি খুব প্রাণহীন মনে হয় এবং মুখে বড় ছিদ্র দেখা দেয় তাহলেও শসা ব্যবহার করতে পারেন। শসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি মুখের অত্যধিক তেল দূর করে, ফোলাভাব কমায়।
আপনি যদি একসঙ্গে অনেকগুলো শসা কিনে থাকেন এবং সেগুলো থেকে না পারেন তাহলে তা পচে বা শুকিয়ে যায়। তাই সেগুলো না পচিয়ে ত্বকে ব্যবহারের জন্য একটি টোনার তৈরি করুন। এটি টোনার তৈরি করা সহজ। কিভাবে শসার টোনার তৈরি করবেন দেখে নেওয়া যাক।
শসা টোনার তৈরি করতে একটি শসা নিন এবং খোসা ছাড়িয়ে ফেলুন। শসা খোসা ছাড়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি এই শসা পিষে এর রস বের করতে পারেন। তারপর ওই রস দিনে একবার বা দুবার টোনারের মতো মুখে লাগাতে পারেন।
অন্য আর একটি উপায়ে টোনার তৈরি করতে পারেন। শসা খোসা ছাড়িয়ে একটি প্যানে রান্না করুন। তারমধ্যে কিছুটা জল ঢালুন যাতে শসার টুকরোগুলো জলে ডুবে যায়। এরপর অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। তারপর নামিয়ে নিয়ে ঠাণ্ডা হতে দিন। তারপর সেটি ফিল্টার করে রাখতে পারেন। এটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল এবং ত্বকের স্বাস্থ্য ভালো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।