আন্তর্জাতিক ডেস্ক : করোনায় গরীবদের জন্য ত্রাণ বিতরণের সময় বিক্ষোভ ও সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের এই পার্লামেন্ট সদস্য। শনিবার পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশে ত্রাণ বিতরণে পক্ষপাতের অভিযোগ ওঠার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান শাটডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হয়ে আফগানিস্তানে বেড়ে গেছে রুটির দাম। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের মধ্যে বিনামূল্যে রুটি বিতরণ শুরু করেছে দেশটির সরকার। প্রকল্পের প্রথম পর্যায়ে গত সপ্তাহে রাজধানী কাবুলের আড়াই লাখের বেশি পরিবারকে প্রতিদিন দশটি করে নান রুটি দেওয়া হবে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান অন্য শহরগুলোতেও এই প্রকল্প শুরু হয়েছে।
শনিবার ঘর প্রদেশ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য গুলজামান নায়েব জানান, ত্রাণ বিতরণের সময় রাজনৈতিক কারণে পক্ষপাতের অভিযোগ ওঠে। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে এক সময় সংঘর্ষ শুরু হয়। এতে আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের জানান, প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ শুরু করে। তাদের কেই কেউ পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে এক পর্যায়ে গুলি শুরু করা হয়। আহতদের মধ্যে পুলিশও আছে বলে জানান তিনি।
আফগানিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।