বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এরই লক্ষ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার দিবাগত রাত দু’টায় হ্যামিল্টন মাসাকাদজারা ঢাকায় পা রাখেন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জিম্বাবুয়ে দলের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। যেখানে আগামী টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দলটি।
Advertisement
টুর্নামেন্টের অন্য দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান বর্তমানে চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলছে।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।