জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে এক যুগ পর গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক তরুণ কান্তি চাকমা অভিযুক্ত মালেক মোল্লা (৩০)কে গ্রেফতার করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, বিগত ২০১১ সালের এপ্রিল মাসে মাদকসহ ধরা পড়েন জেলা শহরের প্রফেসরপাড়ার বাসিন্দা মালেক মোল্লা। তখনই তার বিরুদ্ধে মামলা হয়।
একযুগ পর গতবছর চাঁদপুরের একটি আদালত এই মামলার রায় ঘোষণা করে। এতে আসামি মালেক মোল্লাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে নগদ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত মালেক মোল্লা।
ওসি আরো জানান, এরইমধ্যে রায় ঘোষণার পর পলাতক আসামিকে ধরতে নির্দেশনা দেয় আদালত। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরেক আসামি রুহুল আমিনকে উপজেলা পশ্চিম আলোনিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।
অন্যদিকে, গত প্রায় সাড়ে তিনমাস আগে ঘটে যাওয়া দেশের পটপরিবর্তনের পর আবারো পুলিশের তৎপরতা বেড়ে যাওয়া প্রসঙ্গে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, স্বচ্ছতার মধ্য দিয়েই পুলিশ তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তাই যেকোনো মামলায় পলাতক আসামি গ্রেফতার কিংবা নতুন করে অপরাধ নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এতে কোনো ধরনের শিথিলতা বা অনৈতিক চাপের কাছে নতিস্বীকার না করার কথাও জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।