থাইল্যান্ডের রানি মা সিরিকিত ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে বিভিন্ন অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং চলতি মাসের ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর শুক্রবার রাতে তিনি মারা যান।
রানি মাতার মৃত্যুতে থাইল্যান্ডে রাজপরিবার ও প্রাসাদের জন্য এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন।
রানি মা সিরিকিতের জীবন ছিলেন দাতব্য কাজ ও মাতৃত্বের প্রতীক হিসেবে। ২০১২ সালে স্ট্রোকের পর থেকে তিনি জনসমক্ষে খুব কম দেখা যেতেন। তার স্বামী, রাজা ভূমিবল আদুল্যাদেজ, ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক—৭০ বছর রাজত্ব করেছিলেন।
থাই জনগণ রানি মাতাকে সম্মান, মমতা ও মানবিকতার প্রতীক হিসেবে স্মরণ করবে। দেশজুড়ে তার মৃত্যু গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। উল্লেখ্য, থাইল্যান্ডে রাজপরিবার নিয়ে সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



