বিনোদন ডেস্ক : বাঙালি অভিনেত্রী মৌনি রায়। কাজ করছেন বলিউডের ছবিতে। সম্প্রতি ‘মেড ইন চায়না’ নামে একটি হিন্দি ভাষার ছবিতে অভিনয় করেছেন নায়িকা। এখানে তার নায়ক রয়েছেন রাজকুমার রাও। প্রকাশ হয়েছে সে ছবির ‘ও ঢানি’ শিরোনামের একটি গান। সেখানে দর্শকের নজর কেড়েছেন মৌনি।
তবে সবকিছুকে ছাপিয়ে এখন অন্য কারণে সংবাদের শিরোনামে মৌনি রায়। ‘মেড ইন চায়না’-এর শুটিং শেষ করে ছবির প্রচার শুরুর আগে খানিক বিরতি নিয়েছেন নায়িকা। এই ফাঁকে উড়ে গেছেন থাইল্যান্ডে। সঙ্গে আছে বন্ধুরা। সেখানে সবাই মিলে চুটিয়ে উপভোগ করছেন বিরতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ইনস্টাগ্রামে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরির কয়েকটি ঝলক শেয়ার করেছেন মৌনি। কখনও লম্বা-সুন্দর পায়ের ঝলক দেখিয়ে ছবি পোস্ট করেছেন, কোনোটায় আবার বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের। ক্যাপশনে লিখেছেন, ‘লেবুজল, সূর্যের আলো ও শান্তিতে থাকার সময়।’
কাজের ক্ষেত্রে হাতে বেশ ভালো ভালো ছবিই রয়েছে টেলিভিশন থেকে উঠে আসা এই বাঙালি অভিনেত্রীর। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে বলিউড অভিষেক করে সময়টা বেশ ভালোই যাচ্ছে তার। মৌনিকে আগামীতে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।