নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর রায়পাড়া বস্তি এলাকায় অসুস্থ মেয়ে ও নাতনিকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতাম। সেখানে প্রতি মাসে আমাকে ১ হাজার টাকা ভাড়া দিতে হতো। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে যা উপার্জন করতাম, তা দিয়ে বাড়ি ভাড়া দিব- নাকি মেয়ের চিকিৎসা করাবো তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটতো আমার। এই অবস্থায় আমার কষ্টের কথা ডিসি স্যারকে জানাই। তিনি আমাকে পবা উপজেলায় অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বড়গাছি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দিয়েছেন। আজকে আমি সেই ঘরের চাবি বুঝিয়া পাইলাম। তাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার মুখে ভাষা নেই।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঘরের চাবি হাতে পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ৪৫ বছর বয়সী টুলি বেগম।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বড়গাছি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার অভিব্যক্তি জানতে চাইলে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, টুলি’র বিষয়টি জানতে পেরে এরই মধ্যে তাঁকে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বড়গাছি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। টুলির নিজের একটা বাড়ির দীর্ঘ দিনের স্বপ্ন ছিল, আজকে সেই বাড়ির স্বপ্ন পূরণ করা হলো।’
যোগ্যতা নির্ধারণে সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত : তথ্য প্রতিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।