জুমবাংলা ডেস্ক : সরকারিভাবে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলেও থামছে না ঈদে ঘরমুখো মানুষের ভিড়। নানা কৌশলে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যমুনা পার হচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার কর্তৃক সব প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদে সাধারণ মানুষকে বাড়ি ফিরতে নিষেধ করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না উত্তরবঙ্গের যাত্রীদের। অনেকেই ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছেন। আবার অনেকেই মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি এবং মটর সাইকেল ভাড়া করেই বাড়ি ফিরতে শুরু করেছেন।
বুধবার (২০ মে) সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহণের চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট থাকলেও এসব পরিবহনগুলো নানা কৌশল অবলম্বন করছে। ঢাকা থেকে উত্তর বঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষরা বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে যমুনা নদী পার হচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনাও আশঙ্কা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



