Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তীব্র বাতাসের কারণে থামছে না ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়াবহ বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত প্রায় ১০ লাখ একর বনাঞ্চল পুড়ে গেছে। গত একদিনেই পুড়েছে তিন লাখ একরের বেশি বনাঞ্চল। আগুন নেভাতে ১৪ হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত দাবানলে মারা গেছেন অন্তত ৬ জন।
এদিকে, দাবানল থামাতে অস্ট্রেলিয়া ও কানাডার সাহায্য চেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।