থার্ড পার্টি অ্যাপ ও অনলাইন অ্যাপের বিজ্ঞাপন খুবই সহজে একটু বুদ্ধি খাটালেই বন্ধ করা যায়। আগে চিন্তা করে দেখুন বিজ্ঞাপনটা কোথা হতে আসে। কখনই বিজ্ঞাপনগুলো অ্যাপের সাথে ইন্সটল হয় না, অ্যাপ যখন ইন্টারনেটের সংস্পর্শে আসে তখনই অ্যাডগুলো আসে। আপনি নিজেই একবার ট্রাই করুন। আপনার হ্যান্ডসেটে ইন্টারনেট অফ করে সেই অ্যাপ চালিয়ে দেখুন কোনো ধরণের বিজ্ঞাপন আসবে না। আর এই ট্রিকস আমরা এখন প্রয়োগ করবো।
থার্ড পার্টি অ্যাপ:
আপনার ডিভাইসে অ্যাপ ভিত্তিক নেট ব্লকের ফিচারটি না থাকলে আপনি একটি আলাদা অ্যাপ ব্যবহার করে এই কাজটি করে ফেলতে পারবেন । প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন:
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপটি চালু করুন। অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে অ্যাপ লিষ্ট থেকে ওই অ্যাপটি খুঁজে বের করুন। তারপর ডান দিকের ওয়াই ফাই আর মোবাইল ডাটার আইকনে ট্যাপ করে নেট একসেস বন্ধ করে দিন। তারপর নিচের OFF/ON বাটনে ক্লিক করে সার্ভিসটি চালু করুন।
অনলাইন অ্যাপ
এখন যদি বলেন যে ওই অ্যাপটি একটি অনলাইন ভিত্তিক অ্যাপ। যেটায় নেট একসেস বন্ধ করে দিলে অ্যাপের কার্যকারিতা হারিয়ে যাবে তখন কি করবেন? সেটার জন্যও একটি সমাধান রয়েছে।
তবে এটার জন্য আপনার ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সনটি নুন্যতম ৯ হতে হবে। কারণ সেখান থেকেই অ্যান্ড্রয়েড প্রাইভেট ডিএনএস নামের একটি ফিচার যুক্ত করা হয়েছে।
আপনার ডিভাইসের সেটিংসয়ে গিয়ে সার্চ দিন Private DNS লিখে। এটা সাধারণত কানেক্টশন অংশে থাকে। তারপর সেখানে কাস্টম ঘরে যেকোনো এডব্লকিং সার্ভিসের ডিএনএস লিখে দিন। আমি এখানে dns.adguard.com লিখে দিলাম। মনে রাখবেন এটা হোল ডিভাইস ওয়াইজ এড ব্লকে কাজে দিবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।