বিনোদন ডেস্ক :বক্স অফিসে ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার পালকে যুক্ত হলো নতুন পালক। হিন্দি অঞ্চলে দারুণ ব্যবসার পর আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে। সুকুমার পরিচালিত এ সিনেমা বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। ষষ্ঠ দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে এ অর্জন এবং আল্লু অর্জুনের ক্যারিয়ারে প্রথম।
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ‘বিগিল’ সিনেমাকে টপকে গেছে আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিগিল’ বিশ্বব্যাপী বক্স অফিসে সংগ্রহ করেছিল প্রায় ৩০৪.৭০ কোটি টাকা। অন্যদিকে, ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ এ পর্যন্ত ৩০৬ কোটির টাকার বেশি সংগ্রহ করেছে। এখনও জয়রথ অব্যাহত।
আয়ে শীর্ষ ১০ দক্ষিণী সিনেমা
১. বাহুবলি : দ্য কনক্লুসন– ১৭৫৭.৫০ কোটি টাকা
২. ২.০– ৬৬৫.৩০ কোটি টাকা
৩. বাহুবলি : দ্য বিগিনিং– ৫৮১ কোটি টাকা
৪. সাহো– ৪১৮.৯০ কোটি টাকা
৫. পুষ্প– ৩০৬ কোটি টাকা (১৮ দিন)
৬. বিগিল– ৩০৪.৭০ কোটি টাকা
৭. ইন্ধিরান– ২৮৮.৫০ কোটি টাকা
৮. কাবালি– ২৮৬.৮০ কোটি টাকা
৯. আলা বৈকুণ্ঠপুরমুলু– ২৬৩ কোটি টাকা
১০. সরকার– ২৫৬ কোটিটাকা
টলিউড ডটনেটের খবর, এ সপ্তাহে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমা। এস সুকুমার পরিচালিত এ সিনেমা ৭ জানুয়ারি ওই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে। ‘পুষ্প : দ্য রাইজ’ দর্শক ও বাণিজ্য বিশ্লেষক উভয়কে বিস্মিত করেছে।
প্রেক্ষাগৃহে এখনও সিনেমাটির রাজত্ব চলছে। করোনা মহামারি ও বিধিনিষেধ সত্ত্বেও এর জয়রথ থামছে না।
সুকুমার পরিচালিত সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।