দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই আগাম টিকেট বিক্রিতে সাড়া ফেলেছে।ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, রাজনৈতিক অ্যাকশন ঘরানার সিনেমাটির টিকেট বুকিং শুরু হয় কদিন আগে থেকে। মুক্তির এক সপ্তাহ বাকি থাকতেই প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘জন নায়াগান’ ১৫ কোটি রুপির আয় করেছে।

উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে ১১ থেকে ১২ কোটি রুপি ঘরে তুলেছে ‘জন নায়াগান’। দেশের ভেতরে কেবল কর্ণাটক ও কেরালাতেই টিকেট বুকিং চলছে।
তামিলনাড়ু ও ভারতের অন্যান্য জায়গায় বুকিং শুরু হলে দেশের ভেতরেও সিনেমাটি ভালো আয় করবে বলে মনে করছে প্রযোজনা সংস্থা।রাজনীতিতে যোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। এই সিনেমাটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না, তা নিয়েও চলছে আলোচনা।
পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে বলেন, “‘জন নায়াগান’ সিনেমার চিত্রনাট্য ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক বা অথবা সেখান থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হোক না কেন, তা নিয়ে আলোচনার কিছু আছে বলে মনে করিনা।”
দর্শকদের উদ্দেরশে এইচ বিনোথ, “এটি একটি থালাপাতির সিনেমা, অন্তত একটি শো দেখুন। আপনাদের উত্তর পেয়ে যাবেন।”কদিনের মধ্যে সিনেমার টিজার, ট্রেইলার ও আরও গান আসলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন পরিচালক এইচ বিনোথ।
থালাপাতি মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে ‘জন নায়াগান’ বলেন, ‘আমি সিনেমা থেকে সরে যাচ্ছি’।
তার কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তারা আমার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসাবে বাকি জীবন কাটাতে চাইছি। এই বিজয় ভক্তদের ঋণ শোধ করবে।”
তামাবিল হাইওয়ে থানায় ডিসেম্বর মাসের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
থালাপাতি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) গড়ে তোলেন গত বছর এবং তামিলনাডু রাজ্যে নির্বাচনের ঘোষণা দেন। চলতি বছরে তার নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচিত হন থালাপাতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


