বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: থ্রি ডাইমেনশনাল ডিজিটাল বস্তু তৈরি করা যাবে। যেকোনো ডিভাইস দিয়ে একটি বস্তুর কয়েকটি ছবি তুলে সেগুলোর মিশ্রণে তৈরি হবে থ্রিডি কনটেন্ট। এই থ্রিডি কনটেন্ট ভিডিও গেম ও মেটাভার্স তৈরির কাজে লাগানো যাবে।
ভিডিও গেম সফটওয়্যার নির্মাতা কম্পানি ইউনিটি সফটওয়্যার এবং মেটার্ভাস নির্মাতা কম্পানি মেটা এই টুল কাজে লাগাতে পারবে।
থ্রিডি বস্তু তৈরি করা খুবই সময় সাপেক্ষ ও পরিশ্রমের কাজে। সদ্য উন্মোচিত এই দুটি টুল থ্রিডি কনটেন্ট তৈরির কাজ অনেকটাই সহজ করে দেবে। তবে শুরুতে শুধু ই-কমার্সের জন্যই টুলটি ব্যবহার করা যাবে। দ্বিতীয় আরেকটি টুল সুযোগ দেবে হাত দিয়ে থ্রিডি কনটেন্ট তৈরি করার। ডেস্কটপ পিসি ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে নিজের হাত ব্যবহার করেই থ্রিডি অবজেক্ট এডিট করা যাবে। কাজটি করতে হবে কাদামাটির ভাস্কর্য তৈরির মতো করে।
সূত্র: ইকোনোমিকটাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।