বিনোদন ডেস্ক : এমন কিছু সিনেমা আছে, যা বারবার দেখলেও পুরনো হয় না। বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সেই সিনেমাগুলির মধ্যে অন্যতম। তাই মুক্তির এক দশকের বেশি সময়ের পরেও সিনেমাটি দর্শক-মনে উজ্জ্বল। দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল।
আমির খান, শরমন জোশী, আর মাধবন, বোমান ইরানি, করিনা কাপুর খানের মতো সিনেমার প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
মিলিমিটার চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ১৪ বছর আগে মুক্তি পাওয়া এই ছবিতে রাহুল অভিনয়ের খুব বেশি জায়গা পাননি। কিন্তু স্বল্প পরিসরেই সকলের নজর কেড়েছিলেন। তিনি এখন কী করছেন? কোথায় আছেন?
রাহুল কুমারকে থ্রি ইডিয়টস-এর পর আর সেভাবে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে রাহুল কেবল এই একটা চলচ্চিত্রে অভিনয় করেছেন এমনটা ভাবলে ভুল হবে। ‘দ্য ব্লু আমব্রেলা’ সিনেমার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রাহুল।
ওমকারা’তেও কারিনা-অজয়-সাইফদের সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল। তবে তেমনভাবে নজর কাড়তে পারেনি। রাহুলকে খ্যাতি এনে দিয়েছিল ‘থ্রি ইডিয়েটস।’ কিন্তু তারপরে? বলিউডে টিঁকে থাকার লড়াইটা বোধহয় এতটা সহজ নয়। খ্যাতি পেয়েও, কার্যত হারিয়ে যান রাহুল।
তবে তিনি যে একেবারে কাজ পাননি এমনটা নয়। ‘ফির ভি না মানে’, ‘বাততামিজ দিল’, ‘নীলি ছাত্রীওয়ালে’, ‘ইয়াম হ্যায় হাম’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন রাহুল। তবে খ্যাতি পাননি। তেমনভাবে নজরেও আসেননি। কখনও বলিউড থেকে দূরত্ব বজায় রেখে, কখনও আবার কাজের একাধিক চেষ্টা করেও ‘থ্রি ইডিয়টস’-এর পরে তেমনভাবে নজরে আসতে পারেননি রাহুল।
সর্বশেষ ‘বান্দিশ ব্যান্ডিড-এ একটি পার্শ্বচরিত্রে দেখে গেছে রাহুলকে। অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-এ তাকে দেখা গিয়েছিল। তবে ক্যারিয়ারের শুরুতে যে খ্যাতি তিনি পেয়েছিলেন, তা যেন অকালেই হারিয়ে গেছে। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যায় না তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।