বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটা নিয়ে এসেছে থ্রেডস। অ্যাপটি উন্মুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৫০ মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপটি ইন্সটল করেছেন।
অ্যাপটি ব্যবহারের প্রধান শর্ত হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এটিতে লগ-ইন করতে হবে। ই-মেইল বা ফোন নম্বর ব্যবহার করে থ্রেডস অ্যাকাউন্টে সাইন আপ করা যাবে না।
কেউ যদি থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে চায় তাহলে ইনস্টাগ্রামও ডিলিট হয়ে যাবে। এমন সমালোচনা শোনার পর মুখ খুলেছেন কয়েকজন মেটা কর্মকর্তা।
ইনস্টাগ্রামের হেড অ্যাডাম মোসেরি বলেছেন, থ্রেডস শিগগরিই ইউজারদের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রভাব না ফেলে তাদের প্রোফাইল মুছে ফেলার সুবিধা দেবে। একবার এই সুবিধা চালু হলে, থ্রেডস প্রোফাইল লুকিয়ে রাখা বা নিষ্ক্রিয় করা সহজ হয়ে যাবে।
জেনে নিন কীভাবে থ্রেডস ডিঅ্যাক্টিভেট করবেন
১. থ্রেডস অ্যাপটি খুলে প্রথমে নিজের প্রোফাইলে যান।
২. প্রোফাইল ফটোর উপরে ডান কোণায় ‘ডাবল ড্যাশ’ আইকনে ট্যাপ করুন।
৩. প্রদত্ত অপশনগুলোর মধ্যে থেকে ‘অ্যাকাউন্ট’-এ যান।
৪. ডিঅ্যাকটিভ প্রোফাইল ট্যাবে সিলেক্ট করে আপনার থ্রেডস প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করুন।
৫. পরবর্তী ধাপে প্রক্রিয়াটি কনফার্ম (confirm) করলেই আপনার থ্রেডস প্রোফাইল নিষ্ক্রিয় হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।