জুমবাংলা ডেস্ক : দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবারও এই তাপমাত্রা বিরাজ করবে বলে জানানো হয়েছে।
মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের মানদণ্ড
আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
বরিশালের বর্তমান তাপমাত্রা
তিনি আরও জানান, বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার বিকেল ৩টার সর্বশেষ তথ্যে দেখা যায়, তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেই রয়েছে। অর্থাৎ, দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
রবিবারও একই তাপমাত্রা থাকার সম্ভাবনা
মাজহারুল ইসলাম বলেন, উড্ডয়মান বেলুন সেন্সরের পাঠানো সংকেত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, রোববারও এই তাপমাত্রা বিরাজ করবে। তবে তারপরেরদিন থেকে তাপমাত্রা দু-এক ডিগ্রি কমলেও উষ্ণতা প্রায় একই রকম অনুভূত হবে।
দক্ষিণাঞ্চলে বর্তমানে যে তাপমাত্রা বিরাজ করছে, তা মৃদু তাপপ্রবাহের পর্যায়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবারও একই তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।