
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার বিজয় সেতুপাতির ওপর বেঙ্গালুরু বিমানবন্দরে হামলা চালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওপর হামলার সেই ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে। ভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাতে এ হামলার খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ডটকমসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বিজয় সেতুপাতি ও তার টিমের কথা কাটাকাটি হয়। বিজয় চলে যাচ্ছিলো। কিন্তু ওই ব্যক্তি তাকে অনুসরণ করছিল। সুযোগ বোঝে দৌড়ে এসে অভিনেতাকে আঘাতের চেষ্টা করে ওই ব্যক্তি। যদিও এতে হতাহতের খবর মেলেনি। তবে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হামলার সময় ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। পরে তা বুধবার টুইটারে আপলোড করলে ভাইরাল হয়। হামলাকারী সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি সুপারস্টার বিজয় সেতুপাতি। কেন বা কি কারণে এমন করে সেই ব্যক্তি তা এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


