দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবীর সম্পত্তির পরিমাণ কত জানেন?

সুপারস্টার চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক : চিরঞ্জীবী ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার। তাঁর জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে তাঁর পরবর্তী ছবি গড ফাদারের টিজার।’গডফাদার’ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। জানেন কি এই সুপারস্টার অভিনেতার সম্পত্তির পরিমান?
সুপারস্টার চিরঞ্জীবী
চিরঞ্জীবীর জন্মদিন উপলক্ষ্যে সামনে এল গড ফাদার ছবির টিজার। মুখ্য চরিত্রে রয়েছে চিরঞ্জীবী। তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবির সঙ্গে এই ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা সলমান খান।বিবার সামনে এল সিনেমার টিজার। মালায়লম ছবি ‘লুসিফার’-এর রিমেক তেলেগু গডফাদার। যদিও হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে ছবিখানা একইসঙ্গে। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা মিলেছে সলমনের। যেখানে সে ‘বসের বস’ চিরঞ্জীবির ছোট ভাই হয়েছেন সলমন। কালো লেদার জ্যাকেটে দেখা মিলল দাবাং ভাইজানের। শোনা যাচ্ছে, সলমন খানের পানভেলের ফার্মহাউজে নাকি হয়েছে ছবির শ্যুট। চিরঞ্জীবীর জন্ম হয় অন্ধপ্রদেশে বাবার নাম শিব শঙ্কর বরা প্রসাদ। তিনি তাঁর স্কুল জীবন কাটান মঙ্গলগিরিতে। Y.N.College থেকে স্নাতক পাশ করে ১৯৭৬ সালে মাদ্রাজ ফিল্ম ইন্সটিট্উশন থেকে তিনি তাঁর পড়শোনা করেন।

চিরঞ্জীবী থাকেন হায়দরাবাদের জুবিলি হিলে। এই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। এছাড়াও ব্যাঙ্গালুরুতেও সম্পত্তি রয়েছে তাঁর।

চিরঞ্জীবী নিজে সুপারস্টার তাঁর ছেলে রামচরণ হলেন এই সময়ের মেগাস্টার। অভিনেতার বার্ষিক আয় প্রায় ৪৫ কোটি।

চিরঞ্জীবীর মাসিক আয় প্রায় চার থেকে আট কোটি টাকা।

সূত্রের খবর চিরঞ্জীবীর মোট সম্পত্তির পরিমান প্রায় ১৫৫০ কোটি টাকার। তাঁর উপার্জনের বেশির ভাগ আয় আসে সিনেমা ও বিজ্ঞাপন থেকে। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিক নেন অভিনেতা।