আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শুক্রবার দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি হয়েছে। নতুন করে ২৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েেেছ।
এ সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ সংক্রমণ ২১ হাজার ৯৮০ কেও ছাড়িয়ে গেছে।
দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস থেকে বলা হয়েছে, নতুন করে একদিনে ২৪ হাজার ২৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৮২৬ জনে।
গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৩০৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩২ জনে।
করোনার ডেল্টা ধরণের কারণে এখানে সম্প্রতি সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট রামাফোসা গত সপ্তাহে আরো ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করে। অ্যালকোহলে নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, খাবারের দোকান ও সব ধরনের সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না বলে বিধি নিষেধে উল্লেখ করা হয়েছে।
দেশটিতে ফেব্রুয়ারিতে টিকা দেয়ার কাজ শুরু হলেও গতি খুব ধীর। মোট জনসংখ্যা ৫ কোটি ৯০ লাখের মধ্যে কেবল ৩২ লাখ লোককে এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে। সূত্র: বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel